শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশের মতো নরসিংদীর পলাশেও নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পুজা উদ্যাপন পরিষদ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালী বের করে।
সকালে জেলার সবচেয়ে বড় র্যালীর আয়োজন করে পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদ। র্যালীর উদ্বোধন করেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। এসময় সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র শারীফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী, পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র গুহ, সাধারন সম্পাদক অজিদ দাসসহ সনাতন ধর্মের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালীটি পলাশ বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক ভক্ত ও হিন্দু ধর্মালম্বীরা বাদ্য বাজনা নিয়ে অংশ নেন। এসময় সনাতন ধর্মালম্বীদের দূর্গাবিসর্জন ঘাটের দাবীর প্রেক্ষিতে সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন দ্রুত একটি স্থান নির্ধারন করে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।