নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮:
বিএনপির জাতীয় ঐক্যের ডাক সাম্প্রদায়িক মেরুকরণ বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যের নামে বিএনপি সাম্প্রদায়িক মেরুকরণের ডাক দিয়েছে। এই ফাঁদে কেউ পা দেবেন না।’
রবিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর পলাশীর মোড়ে ‘শ্রীকৃষ্ণের কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল’ পূর্বক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই দিনে আমাদের শপথ নিতে হবে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত কারার। আজকের এই উৎসব যেনো আগামী নির্বাচন পর্যন্ত বজায় থাকে। এ দেশে দু’ধরনের শত্রু রয়েছে, প্রকাশ্যে ও গোপনে। ছদ্মবেশী গোপন শত্রুদের ভয় পাই। এদের থেকে সতর্ক থাকতে হবে।’
শেখ হাসিনার চেয়ে মাইনরিটিদের প্রিয় মানুষ আর কেউ নেই দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার সরকারই একমাত্র মাইনরিটি বান্ধব সরকার। আপনাদের একমাত্র আপনজন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আপনাদের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, আপনাদের কি মনে নেই? কত হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘এবার যদি সেই অপশক্তি ক্ষমতায় আসতে পারে তাহলে তারা ২০০১ সালের থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। আপনাদের সতর্ক থাকতে হবে। নির্বাচনে হারার ভয়ে আপনাদের ওপর হামলা করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চক্রান্ত করবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ তারিখ পার্লামেন্টের শেষ অধিবেশন। এই অধিবেশনের পর আর কেনও অধিবেশন হবে না। এ নিয়ে অহেতুক বিতর্কের কিছু নেই।’
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ের সাঈদ খোকন, ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়া, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেব নাথ প্রমুখ।