আন্তর্জাতিক ডেস্ক,নরসিংদী প্রতিদিন,রবিবার,২ সেপ্টেম্বর ২০১৮: মালয়েশিয়ায় শনিবার (১ সেপ্টেম্বর) শেষ হয়েছে অবৈধ অভিবাসীদের বৈধকরণের সব প্রক্রিয়া। এদিন রাত থেকেই চলা দেশব্যাপী সাড়াশি অভিযানে ৫ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বিভিন্ন সূত্রে ৫ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করার তথ্য জানানো হলেও দেশটির অভিবাসন বিভাগ ৩৯৫ জনকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছে। গ্রেফতারদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা এখনও জানা যায়নি।
রবিবার (২ সেপ্টেম্বর) ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুকে সেরি মুন্তফার আলী সাংবাদিকদের বলেন, সম্ভাব্য সব জায়গায় আমাদের অভিযান পরিচালিত হবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের আইনের আওতায় আনতে পারছি আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ শ্রমিক এবং মালিকদের সঙ্গে কোনো আপস করা হবে না। বিভিন্ন সময়ে অবৈধ অভিবাসী ধরা পড়লেও এবারের অভিযানের বেলায় রয়েছে ভিন্ন।