শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
নরসিংদীতে হাসপাতাল অব্যবস্থাপনার কারনে ৩০ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে জেলা শহরের বাসাইল এলাকায় অবস্থিত শাহ জালাল প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে গঠিত আদালত এই অভিযান পরিচালনা করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্নি দাস উপস্থিত ছিলেন। অভিযানকালে শাহজালাল প্রাইভেট হাসপাতালে অব্যবস্থাপনার কারনে ৩০ হাজার টাকা জড়িমানা আদায় করেন।