স্পোর্টস ডেস্ক, নরসিংদী প্রতিদিন,বুধবার, ০৫ সেপ্টেম্বর ২০১৮: ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের একসময়ের ‘লিটল মাস্টার’ খ্যাত মোহাম্মদ আশরাফুলের। জাতীয় দলে ফিরতে এই ৩৪ বছর বয়সীকে ঘরোয়া লিগে খেলে নিজেকে প্রমাণ করতে হবে। নিজেকে প্রমাণের প্রথম বড় সুযোগটা দ্রুতই পেয়ে যাচ্ছেন লিটল মাস্টার। ভক্তদের জন্য সুখবর হলো, আসন্ন আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) তার খেলার জোড়ালো সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ এপিএলের প্লেয়ার ড্রাফটে নিজের নাম পাঠিয়েছেন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান। ক্রিকবাজকে তিনি বলেন, ‘যদি এপিএলে কোনো দল আমাকে পছন্দ করে, তবে আমি অংশ নিতে মুখিয়ে আছি। আমি আশা করছি যে ড্রাফটে থাকব। যদি আমি দল পেয়ে যাই তাহলে আমার জন্য এটি রোমাঞ্চকর হবে। এ প্ল্যাটফর্ম সম্প্রতি আমার ফিটনেস ও ফর্ম নিয়ে যে অনেক প্রশ্ন উঠেছে তার উত্তর দিতে সহায়তা করবে।’
নিজের সামর্থ্য আর ফিটনেস প্রমাণ করে আশরাফুলকে জাতীয় দলে ফিরতে হবে বলে স্পষ্ট বলে দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ২০১৫ বিশ্বকাপের সময় নিষিদ্ধ ছিলেন তিনি। ওই বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এখন ২০১৯ বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর অ্যাশ, ”কোনো সিরিজের চিন্তা আমি করিনি। তবে হ্যাঁ, বিশ্বকাপের স্বপ্ন আমি দেখি।’
আফগান প্রিমিয়ার লিগের কোনো দল যদি সত্যিই আশরাফুলের ওপর আস্থা রাখে, তবে ভক্তদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আবারও ২২ গজে কখনও ব্যাট আবার কখনও বল হাতে দেখা যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী এই সেঞ্চুরিয়ানকে।