স্টাফ রিপাের্টার, নরসিংদী প্রতিদিন, বুধবার ০৫ সেপ্টেম্বর ২০১৮ : নরসিংদী বাদুয়ারচরে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযােগ পাওয়া গেছে। এ ব্যাপারে নির্যাতিত কিশােরীর মা বাদী হয়ে আজ ০৫ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযােগ দায়ের করেছেন।
অভিযােগে জানা যায়, সদর উপজেলার বাদুয়ারচর গ্রামের ওই কিশোরীর বাবা ও মা স্থানীয় জবা টেক্সটাইল মিলে কাজ করেন। গত ০৩ সেপ্টেম্বর (সােমবার) রাতে কিশোরীর বাবা ও মা দু’জন কর্মস্থলে চলে গেলে, গভীর রাতে একই এলাকার তালেব আলীর ছেলে ইউসুফ (২৭) ও আফছর উদ্দিনের ছেলে রহিম (২৬)সহ আরা ২/৩জন ঘরের দরজা ভেঙে ১৬ বছরের কিশােরী মেয়েকে জােরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় পাশে ঘুমিয়ে থাকা ছােট বোনের চিৎকার শুনে আশে পাশের লােকজন চলে আসলে ধর্ষণের চেষ্টাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে নির্যাতিত কিশােরীর মা বাদী হয়ে ইউসুফ ও রহিমসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে আজ নরসিংদী মডেল থানায় লিখিত অভিযােগ দায়ের করেন।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দুজ্জামান জানান, নির্যাতিত কিশােরীর মায়ের লিখিত অভিযাগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দােষীদের বিরুদ্ধে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।