নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,শুক্রবার,৭ সেপ্টেম্বর ২০১৮: নরসিংদীর মাধবদীতে তাহেরুন্নেসা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবেশী। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাধবদী থানার ডৌকাদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহেরুন্নেসা ডৌকাদি এলাকার আবুল কাশেমের স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গভীর রাতে ঘরের চালাতে ইটপাটকেল মারা নিয়ে নিহতের স্বামী আবুল কাশেমের সঙ্গে পাশের বাড়ির ইব্রাহিম মিয়ার কয়েকমাস ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে আবুল কাশেমের সঙ্গে ইব্রাহিমের কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে তাহেরুন্নেসাও এতে জড়িয়ে পরে। এতে ইব্রাহিম মিয়া ক্ষিপ্ত হয়ে তাহেরুন্নেসাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।
মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম বলেন,‘পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইব্রাহিম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। নিহতের লাশের সুরতহাল করা শেষে ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।