লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন, শনিবার ০৮ সেপ্টেম্বর ২০১৮: নরসিংদীতে চাতক ব্যান্ডের ভোকাল শাহরিয়ার সামস্ কানেডি’র ছেলে রাসেদ শাহারিয়ার রোজভেল্ট এর জন্মদিন উপলক্ষে আরশিনগর সেজেছিলো তারকাদের মিলন মেলা। কন্ঠ শিল্পী, রাজনিতিবিধ ও সাংবাদিকের পদচারনায় সমরগম।
বৃহস্পতিবার রাতে আরশিনগর পার্কের ভিতরে বটতলায় রাত ১০ টায় অতিথিকে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক বিএনপির এমপি খায়রুল কবির খোকন, সাবেক মহিলা এমপি রোকেয়া আহম্মেদ লাকি, সদর উপজেলার চেয়ারম্যান মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় সেচ্ছা সেবক দলের সভাপতি আব্দুর কাদের ভূইয়া জুয়েল।
এসময় আরো উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সঞ্জিত সাহা, নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার সুমন বর্মণ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায়, চ্যানেল ৯ এর জেলা প্রতিনিধি আইয়ুব খান সরকার, নরসিংদী প্রতিদিনের বার্তা সম্পাদক লক্ষন বর্মন, ও জনপ্রিয় কন্ঠ শিল্পী পথিক নবী, ব্যান্ড ওয়ারফেজ ও সাধারন সম্পাদক (বামবা) এর শেখ মনিরুল আলম টিপু, ব্যান্ড পেন্টাগন ও অর্থ সম্পাদক ( বামবা) আলী সুমন, ব্যান্ড আর্টসেল এর জর্জ লিংকন ডি’কস্তা, অটামনাল মুন সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।