নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮:
নরসিংদীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ওই কিশোরীর নানি।
বৃহস্পতিবার নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। আসামিরা হলো কালাই গোবিন্দপুর গ্রামের সাদ্দাম মিয়া(২৫), একই গ্রামের সজিব মিয়া (২২) ও ফরহাদ মিয়া (২৩)।
মামলার বিবরণ ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই কিশোরী কসমেটিক্স কিনতে পার্শ্ববর্তী কালাইগোবিন্দপুর বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে তিন আসামি তাকে ধর্ষণ করে। পরে আহত অবস্থায় ওই কিশোরী পাশের এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ‘এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।’