শরীফ ইকবাল রাসেল★
নরসিংদী প্রতিদিন,শনিবার,০৮ সেপ্টেম্বর ২০১৮:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট নরসিংদী সদর উপজেলার খেলা শনিবার নরসিংদীর মুসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলামী বীর প্রতিক প্রধান অতিথি হিসেবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
নরসিংদীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিক পাঠান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান, সহকারী কমিশনার (ভূমি) এটিএম ফরহান আলম চৌধুরী, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু প্রমূখ।
খেলায় প্রথম পর্যায়ে চিনিশপুর ইউনিয়ন ৪-০ গোলের ব্যবধানে হাজিপুর ইউনিয়ন দলকে পরাজিত করে। দ্বিতীয় পর্যায়ে চরদিঘলদী ইউনিয়নকে টাইব্রেকারের মাধ্যমে পরাজিত করে কাঠালিয়া ইউনিয়ন ফুটবল দল।
রোবাবার প্রথম পর্বে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে আলোকবালী ও মহিষাশুরা ইউনিয়নের মধ্যে। বিকেলে ৪ টায় অনুষ্ঠিত হবে পাঁচদোনা ও শীলমান্দি ইউনিয়ন ফুটবল দলের মধ্যে।