লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন, শনিবার ০৮ সেপ্টেম্বর ২০১৮: নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরের জয়নগর, বাঘাব ও দুলালপুর ইউনিয়নে মোট ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৩টি নতুন পাঁকা রাস্তার নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ৩টি ইউনিয়নে এই নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন করেন, নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। এসব উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করবে নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
উপজেলার জয়নগর ইউনিয়নের জামগড় ব্যাংকার কাশেমের বাড়ি থেকে সুজাতপুর পাঁকা রোড ভায়া জামগড় বেতাগিয়া, বাঘাব ইউনিয়নের বিরাজনগর হাজী বাগান পাঁকা রোড থেকে মনিরের দোকান ভায়া শিকদার বাড়ি ও দুলালপুরের গড়বাড়ি বাজার হতে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হুসাইন ভূইয়া ভায়া বাহেরখোলা মসজিদ পর্যন্ত এই ৩টি সড়ক নির্মান করা হবে।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#