নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,সোমবার,১০ সেপ্টেম্বর ২০১৮: নারায়ণগঞ্জ আড়াইহাজারে বিকেল সাড়ে ৫টায় বৈদ্যুতিক তার গাছ থেকে জুট তুলার ট্রাকে আগুন লেগে প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।
আজ সোমবার আড়াইহাহাজার বাজার পিংকি মার্কেটের সামনে থেকে বৈদ্যুতিক তার গাছ থেকে মিটারের সংযোগের তার থেকে রাস্তায় চলন্ত ট্রাকে আগুন লেগে যায়। পরে চালক রাস্তায় থাকা লোকজন চালক কে আগুন লেগে যাওয়ার ঘটনাটি অবহিত করলে চালক জীবনের ঝুকি নিয়ে আড়াইহাজার বাজার থেকে ট্রাক চালিয়ে সফর আলী কলেজের সামনে পুকুরের ধারে নিয়ে যায়। আশেপাশে থাকার লোকজন আসে প্রাথমিক ভাবে বালতি কলস জগ ইত্যাদি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরে আগুন বাড়তে থাকলে আড়াইহাজার সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস কে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন।
ফায়ার সার্ভিস টিম অফিসার রঞ্জিত সাহা জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে চলে আসি। আসারপর ২ঘন্টারও বেশি সময় পরে আমরা আগুন নিয়ন্ত্রেনে আনতে সক্ষম হই। আমরা এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির পরিমান বলতে পারছিনা। তবে মালিক অথবা চালকের সাথে আলাপ করলে সঠিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।
সিভিল ডিফেন্স আড়াইহাজার ফায়ার সার্ভিসের আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ছবি: সাপ্তাহিক আড়াইহাজার
আগুনের কারণে ঢাকা-বাঞ্জারামপুর সড়ক প্রায় ৩ঘন্টা বন্ধ থাকে। আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যানযট চলাচল সচল করে।
ভিডিও দেখতে ক্লিক করুন: