নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮: গাজীপুরের মিলন ভূইয়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আরও একজনকে ৫ বছর এবং দুইজনকে খালাস দিয়েছেন গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক।
সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় ৭ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন. মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী, মোহাম্মদ আলী ওরফে ছোট আলী।
পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. মাসুম ওরফে মামা মাসুম। খালাসপ্রাপ্তরা হলেন- মো. এনামুল হক ও শামসুল হক।
২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি হাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে সেন্টারিংয়ের মালামাল ব্যবসায়ী মিলন ভূইয়াকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের প্রায় সাড়ে ৭ মাস পর আদালত এ রায় ঘোষণা করলেন।