নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার,১০ সেপ্টেম্বর ২০১৮:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরে বহু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কোথাও কোনও বিশৃঙ্খলা হয়নি। পুলিশ সফলভাবে দায়িত্ব পালন করেছে। আশা করি আগামী জাতীয় নির্বাচনেও পুলিশ সেভাবেই দায়িত্ব পালন করবে।’
সোমবার (১০ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর থানার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার পুলিশের আধুনিকায়নে কাজ করছে। আাগামী ৫০ বছর পর পুলিশের আধুনিকায়ন কেমন হবে তা এখনই ভাবা হচ্ছে। সেকারণে সুযোগ-সুবিধা অনুযায়ী বিভিন্ন থানায় নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। যাতে করে মানুষ ভাল সেবা পায়, পুলিশও অপরাধ দমনে সঠিকভাবে কাজ করতে পারে।’
খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি’র ৮ জন প্রতিনিধি এসে দেখা করেছিলেন। তারা যে অভিযোগ ও দাবি তুলেছেন তা আমরা দেখবো। চিকিৎসকরা যদি মনে করেন যে খালেদা জিয়ার চিকিৎসা দরকার তবে সরকারিভাবে সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জঙ্গিরা রাসায়নিক হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে একটি গোয়েন্দা সংস্থা যে প্রতিবেদন দিয়েছে সে আলোকে প্রস্তুতি রয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা এক সময় বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। তাদের দাঁতভাঙা জবাব নিরাপত্তা বাহিনী দিয়েছে। আমাদের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ। সক্ষমতায় বলীয়ান। আমাদের গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী তৎপর। যতো ষড়যন্ত্র, নীলনকশাই হোক না কেন তা কঠোর হস্তে দমন করা হবে।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবিরোধী আহ্বান জানিয়েছিলেন। সে আহ্বানে শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ সকল শ্রেণির মানুষ ঘুরে সাড়া দিয়েছিল। যেকারণে জঙ্গি-সন্ত্রাস দমন আমাদের জন্য সহজ হয়ে গেছে। আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়। এখানে জঙ্গি কিংবা সন্ত্রাসবাদী কার্যক্রম, ষড়যন্ত্র সফল হবে না।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর-আদাবর-শেরে বাংলা নগর এলাকার সংসদ সদ্য জাহাঙ্গীর কবির নানক, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।