বিনোদন ডেস্ক,নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮।
আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেখ হাসিনা’র উন্নয়নের বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠান ও মেগা ওপেন এয়ার কনসার্ট।
অনুষ্ঠানটি আয়োজন করছে পার্ক এড এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও এশিয়া টেলিভিশন। অনুষ্ঠানে সেদিন মাতাবেন শিল্পী মমতাজ,ফকির সাহবুদ্দিন, ব্যান্ড স্যালভেশন -ওয়ারফেজ ।
এছাড়া কর্নিয়া, মুহিন, আবু হেনা রনি (মিরাক্কেল ), লিজা, চিত্রনায়িকা অপু, আঁচল, পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম সহ আরও মঞ্চ মাতাবেন জায়েদ খান,আমীন খান, বাপ্পি ও সায়মন ।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পার্ক এড এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এর ব্যাবস্থাপনা পরিচালক তানবিরুজ্জামান মাসুম জানিয়েছেন , জমকালো এই অনুষ্ঠানে নিরাপত্তা ব্যাবস্থা থাকবে অত্যান্ত কঠোর। তিন ধরণের নিরাপত্তা বেষ্টনী রাখা হচ্ছে পুরো আয়োজনে।
আগত দর্শকদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানটির প্রধান সমন্বয়ক আরিফ রহমান শিবলী।
দুপুর ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে পুরো আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানটি একটি বেসরকারী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।