লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর ২০১৮: নরসিংদীতে ৩ হাজার ৯শ’ ৩০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে জেলার মাধবদী থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার সোহেল সরোয়ার (৩৩), কক্সবাজারের রুবেল মিয়া (২৮) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার রাহুল মিয়া (১৯)।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই আ. গাফফার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। তিনি জানান, আটককৃতরা ইয়াবার চালান নিয়ে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এ ব্যাপারে থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জব্দকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা বলেও জানান তিনি।