ক্রীড়া ডেস্ক,নরসিংদী প্রতিদিন,শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮:
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুখে থেকেও ক্যারিয়ারের ২০তম অর্ধশতক তুলে নিয়েছেন বাংলাদেশের রান মেশিন খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মাত্র ৬৭ বলে ১টি ছক্কা ও ৩টি চারের মারে হাফ সেঞ্চুরি করেন এ ব্যাটসম্যান।
এদিকে মিথুনের হাফ সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিরোধ গড়েছেন এ দুই ব্যাটসম্যান। ২৩.২ ওভার পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২৩/২। মুশফিক ৫৯ ও মিথুন ৫৭ রানে অপরাজিত আছেন।
এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।
আর ১৪তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ের শুরুতেই বড় ধাক্কা খায় মাশরাফি বাহিনী। প্রথম ওভারে লিটন দাস ও সাকিব আল হাসান শূন্যরানে আউট হয়ে সাজঘরে ফিরেন। এরপরই হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়ে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তামিম ইকবাল। ফলে মাত্র ৩ রানের মধ্যে ৩ ব্যাটসম্যান ফিরে যাওয়ায় হোঁচট খেয়েছে টাইগাররা।