শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্দ্ধ-১৭ এর পলাশ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
যুব মন্ত্রনালয়ের আয়োজনে পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই ফুটবল টুর্ণামেন্টে উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা দল অংশ গ্রহণ করে। শনিবার ফাইনাল খেলায় চরসিন্দুর ইউনিয়ন একাদশ ৪-২ গোলের ব্যবধানে জিনারদী ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, চরসিন্দুর ইউপি চেয়ারম্যঅন মোফাজ্জল হোসেন রতন, পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, ক্রীড়া সংস্থার সদস্য বিল্লাল হোসেনসহ সকল ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন।