ক্রীড়া ডেস্ক,নরসিংদী প্রতিদিন,শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮:
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে চোট পাওয়া তামিম ইকবালকে ডাক্তারি পরীক্ষার জন্য মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন সুরঙ্গা লাকমলের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে চোট পান তামিম।
লাকমলের লাফিয়ে উঠা বলটি পুল করতে চেয়েছিলেন তামিম। কিন্তু ব্যাটে বলে করতে পারেননি তিনি। সেটি গ্লাভসের ঠিক উপরে কবজিতে লাগে তামিমের। ফিজিও ছুটে আসেন মাঠে। কিন্তু তামিম আর ব্যাটিং করার জন্য উপযুক্ত হতে পারেননি। মাঠ ছাড়েন তখনই। শেষ পর্যন্ত মাঠ থেকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হয়েছে তাকে।
বাংলাদেশের শুরুটাও হয়েছে দুঃস্বপ্নের মতো। লাসিথ মালিঙ্গার করা প্রথম ওভারেই ফিরে যান লিটন দাস ও সাকিব আল হাসান। দুজনেই ফিরেন রানের খাতা না খুলেই। প্রথম ওভার শেষে বাংলাদেশের রান ছিল ২ উইকেট ১। পঞ্চম বলে লিটন ও ষষ্ঠ বলে ফিরেন সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২০ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১০৭। মুশফিকুর রহীম ৪৬ ও মোহাম্মদ মিথুন ৫৩ রান নিয়ে ব্যাট করছেন।