শরীফ ইকবাল রাসেল,নরসিংদী প্রতিদিন,সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শেখ হাসিনা সরকার দেশের নারী ক্ষমতায়নের লক্ষে কমিউনিটি ক্লিনিক, একটি বাড়ি একটি খামার, বংয়স্ক ভাতা, বিধবা বাধা, মাতৃত্বভাতা প্রদান সহ দেশের রাজনৈতিক সর্বোচ্চ শিখরে নারীদের আসনের ব্যবস্থা করে দিয়েছেন। আর খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসার পর কউিনিটি ক্লিনিক বন্ধ করে তাতে ছাগল গরু চড়ানো হতো। আবারো খালেদা ক্ষমতায় আসতে পারলে এগুলো বন্ধসহ দেশে সন্ত্রাস আর জঙ্গী তৈরী করে বাংলাদেশকে ধ্বংশ করে দেবে। সোমবার বিকেলে পলাশ উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষিত নারীদের হাতে ভাতা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পীর সভাপতিত্বে এসময় আরো বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম, যুগ্ন সচিব নুরুন্নাহার হেনা, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুর হক ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবীর মৃধা।
সবশেষে বিভিন্ন প্রশিক্ষণ শেষে নারীদের হাতে তাদের ভাতা তুলে দেওয়া হয়।