নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ : নরসিংদীর মাধবদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (১৭ সেপ্টেম্বর)গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের খোর্দ্দনোয়াপাড়ার মাধবদী পুলিশ চেক পোস্ট থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবু তাহের দেওয়ান এর নেতৃত্বে, এস,আই জাহাঙ্গীর আলম, এ,এস,আই শাহাদাত, এ,এস,আই আবুল কালাম (সশস্ত্র) সহ সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বাড়ায় চালিত প্রাইভেটকার যুগে ঢাকা থেকে আসার পথে ইমরান হোসেন (২৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে সদর উপজেলার বীরপুর এলাকার ইকাবাল কবিরের ছেলে।
ওসি মুহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, মাধবদী ও তার আশপাশের এলাকায় মাদকে ছেয়ে গেছে। এ মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ইমরানকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য পৌনে ৫ লক্ষ টাকা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।