নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮: আড়াইহাজারে হাজেরা বেগম (৩০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাজেরা ওই গ্রামের আলী আহাম্মদের স্ত্রী।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক রফিউদ্দৌলা জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে হাজেরা বিষপান করে আত্মহত্যা করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পরই বলা যাবে।
তার বাবার বাড়ি একই উপজেলার চৈতনকান্দা গ্রামে বলে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।