শরীফ ইকবাল রাসেল,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮:
নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার নরসিংদীর মুসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, যারা নিয়মিত খেলাধুলা করে থাকে তারা মাদক আর অপকর্ম থেকে দুরে থাকে। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যুব সমাজকে মাঠে আনার লক্ষ্যে জাতির জনকের নামে এই ফুটবলের আয়োজন করেছেন। আমরা আশা করি এই ফুটবলের মাধ্যমে নরসিংদীকে বাংলাদেশে একটি স্থান করে নিয়ে যাবো।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ওম্মে হাবিবা, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিক হাসান সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ।
খেলায় প্রথমে ১-০ গোলের ব্যবধানে মাধবদী পৌরসভা একাদশ মনোহরদী উপজেলাকে এবং দ্বিতীয় খেলায় ৪-০ গোলের ব্যবধানে নরসিংদী পৌরসভা দল বেলাব উপজেলা দলকে পরাজিত করে।