লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন, শনিবার ২২ সেপ্টেম্বর ২০১৮: নরসিংদীর ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে ভাইবোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেলাব উপজেলার ইব্রাহিমপুরে ব্রহ্মপুত্র নদে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার জঙ্গুয়া গ্রামের বাদল মিয়ার মেয়ে ইতি আক্তার লাকি (১৬), ভৈরবের কালিকাপ্রশাদ গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সামিয়া আক্তার (৭) ও ছেলে তানিম মিয়া (৫)।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরবের কালিকাপ্রসাদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে মেয়ে বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। পরে সেখান থেকে আরো ছয় আত্মীয়সহ পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় ঘুরতে বের হয়। এসময় নৌকাডুবে গেলে পাঁচ জন সাঁতারকেটে তীরে উঠতে সক্ষম হলেও তিন শিশু তলিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল করিম তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বেলাব থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে।