নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮:
কক্সবাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার পিটিআই মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চলচিত্র তারকা ইলিয়াস কাঞ্চন।
সোহেল মাহমুদের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় সড়কে চলাচলে সচেতনতা সর্ম্পকে বক্তব্য প্রদান করেন, নিসচা’র মহাসচিব সৈয়দ এহেসানুল হক কামাল, যুগ্ন মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস.এম আজাদ হোসেন, পিটিআই সহ-সুপারিনটেনডেন্ট স্বপন বাবু। এ কর্মশালায় ২ শত শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহন করেন। পরে অংশগ্রহনকারীদের সনদ বিতরণ করেন অতিথিরা।