স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার,২৪ সেপ্টেম্বর ২০১৮:
শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৮ রান দরকার ছিল আফগানিস্তানের। আফগানদের হাতে ৮ উইকেট। প্রথম বল থেকে এলো ২। সমীকরণ আরেকটু সহজ হলো তাদের জন্য। শেষ ৫ বলে প্রয়োজন ছিল ৬ রান। তখনই দেখা মুস্তাফিজ জাদুর। দারুণ এক স্লোয়ারে রশিদ খানকে ফিরিয়ে দিলেন বাঁহাতি এই পেসার। পরের তিন বল থেকে আফগানরা নিতে পারল কেবল ২ রান। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। মুস্তাফিজ সেই বলটি ডট খেলালেন সামিউল্লাহ সেনওয়ারিকে।
স্নায়ু চাপ ধরে রেখে রোমাঞ্চকর লড়াইয়ে ৩ রানে জিতল বাংলাদেশ। দুই সংস্করণ মিলিয়ে টানা চার ম্যাচ হারের পর আফগানদের বিপক্ষে জিতল টাইগাররা।
তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মাশরাফির মন্তব্যের “সে (মুস্তাফিজুর রহমান) একজন জাদুকর।” কেউই দ্বিমত করবেন না।