স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,২৫ সেপ্টেম্বর ২০১৮:
চলতি এশিয়া কাপে ভারত এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল পাকিস্তান-বাংলাদেশের সুপার ফোরের লড়াই শেষে নিশ্চিত হবে ভারতের প্রতিপক্ষ।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে মোট ৩৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে জয় লাভ করেছে চারটি ম্যাচে। তবে শেষ পাঁচ দেখার মধ্যে তিনটিতে জয়লাভ করেছে বাংলাদেশ।
সর্বশেষ ২০১৫ সালে ঘরে মাটিতে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ দল। তবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রথম জয় আসে ১৯৯৯ সালের বিশ্বকাপে।