এম,শরীফ হোসেন,নরসিংদী প্রতিদিন,বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮: মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্যে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে কান্দাইল বাসষ্ট্যান্ড।
সম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মাধবদী থানার কান্দাইল বাসস্ট্যান্ডে এটি স্থাপন করা হয়। ভাস্কর্য স্থাপনকৃত এ চত্বরটির নাম দেয়া হয়েছে আল্লাহু চত্বর। চত্বরটির মাঝখানে সু-বিশাল একটি পিলারে চারপাশে খোদাই করে লেখা হয়েছে আল্লাহর ৯৯টি নাম এবং চূড়ায় বড় করে লেখা হয়েছে “আল্লাহু” ।
মোটামুটি দূর থেকেই মহাসড়কের পাশে কান্দাইল বাসস্ট্যান্ডে এটি চোখে পড়ে। তাই প্রতিদিনই দূর-দূরান্তের যাত্রীসহ ড্রাইভাররা গাড়ি থামিয়ে এক পলক চোখ বুলিয়ে নিচ্ছেন সুদৃশ্য এ ভাস্কর্যটিতে। এছাড়াও প্রতিদিনই বাড়ছে ভাস্কর্যটির পাশে দর্শনার্থীদের ভীড়।
এলাকাবাসী জানায়, মাত্র কয়েক বছর আগেও দুর্ঘটনা প্রবণ হিসেবে চিহ্নিত এ এলাকাটি ছিলো প্রায় জনমানবশূন্য। কিন্তু বর্তমান আমদিয়া ইউ,পি চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূইয়া রিপন ও ১ নং ওয়ার্ডের মেম্বার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক মোল্লার উদ্যোগে এ বাসষ্ট্যান্ডটি প্রতিষ্ঠিত হবার পর থেকে দিনে দিনে তা জনপ্রিয় ও লোকারন্য হয়ে ওঠে।
এখানে গড়ে উঠেছে দুটি মার্কেট, যেখানে সর্ব প্রকার দ্রব্যাদী কেনাকাটার জন্য রয়েছে রকমারি দোকানপাট। এছাড়াও আমদিয়া ইউনিয়েনের বিভিন্ন গ্রামে যাতায়াতের জন্য এখানে রয়েছে সি,এন,জি ও অটো রিক্সার ষ্টেশন।
বর্তমানে এখানে আল্লাহু চত্বরটি গড়ে উঠায় বাসষ্ট্যান্ডটি আরও জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। যার প্রশংসা রয়েছে এলাকাবাসী,পথচারী ও দর্শনার্থীদের মুখে মুখে। জেলায় সর্ব প্রথম আল্লাহর নামে স্থাপিত এই চত্বরটি সবচেয়ে সেরা চত্বর এবং চত্বরটি চেয়ারম্যান, মেম্বারের উত্তম কাজের একটি মাইল ফলক হয়ে থাকবে বলেও বিশ্বাস স্থানীয় এলাকাবাসীর।