রাকিবুল হাসান জয়,নরসিংদী প্রতিদিন,বুধবার,২৬ সেপ্টেম্বর ২০১৮: অবশেষে নরসিংদীর সর্বস্থরের জনগনের প্রত্যাশা পূরণ করে। সেপ্টেম্বর নরসিংদী স্টেশনে ঢাকা-নোয়াখালী ও ঢাকা-সিলেটের মধ্যে চলাচলকারী আন্তঃনগর উপকূল, উপবন ও কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির অফিস অর্ডার হয়েছে। যার উদ্বোধন হবে আগামী ২৭ সেপ্টম্বর।
সোমবার (২৪ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মন্ত্রণালয়টির সিনিয়র সহকারী সচিব এসএম শফিক স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ও সিলেট হতে ঢাকাগামী কালনী এক্সপ্রেস নরসিংদীতে যাত্রা বিরতি দেবে। যা ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
উপকুল : নোয়াখালী
নরসিংদী হইতে ঢাকা যাওয়ার সময় সকাল ১০:৩০ । ঢাকা থেকে ছাড়বে বিকাল ৩:২০।
নরসিংদী থেকে নোয়াখালীর যাওয়ার সময় বিকাল ৪:৩০।
কালনী : সিলেট
নরসিংদী হইতে ঢাকা যাওয়ার সময় দুপুর ১২:৩০।
উপবন : সিলেট
ঢাকা ছাড়বে রাত ৯:৫০। নরসিংদী এসে পৌঁছাবে রাত ১১: ০৪। সম্ভাব্য এ সময়সূচীর পরিবর্তন হতেও পারে।
-২৬৯২০১৮/খন্দকার শাহিন/নরসিংদী প্রতিদিন।