নিউজ ডেস্ক, নরসিংদী প্রতিদিন,বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮:
ভারতের রাজধানী দিল্লিতে তিন তলা একটি ভবন ধসে নারী-শিশুসহ একই পরিবারের ৫ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
বুধবার (২৬ সেপ্টেম্বর) দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের অশোক বিহার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ শিশু ও ১ নারী রয়েছেন বলে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
খবরে জানানো হয়, নিহত নারীর নাম মুন্নি। তার ১০ বছর বয়সী দুই ভাই ও ৪ বছর বয়সী এক ছেলে ও মেয়ে দুর্ঘটনায় মারা গেছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে দ্বীপচাঁদ বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভবন ধ্বসের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়। এসময় তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত উদ্ধারকাজ চলছে।
২০ বছরের পুরোনো ভবনটির কাঠামো বেশ দুর্বল বলে জানিয়েছে উত্তর দিল্লি সিটি করপোরেশন।