শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার রাবান উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ পরিচালক ইন্দু ভূষন দেব। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম গাজী, পলাশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খানম ইউসুফজী, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক আব্দুল বারী।
সমাবেশে নিজ নিজ সন্তানকে মানুষ হিসেবে তৈরী করতে শিশুকাল থেকেই তার দায়িত্ব নিয়ে মায়েদের গুরুত্বপর্ণূ ভূমিকা পালন করতে হবে।
এরআগে অতিতিগণ পলাশ উপজেলার সানের বাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাড়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও কুড়াইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।
সবশেষে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে বিগত ৫ বছরে যে সকল শিক্ষকরা অবসর নিয়েছেন তাদের আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন পলাশ উপজেলা প্রশাসন। এসময় অবসর প্রাপ্ত শিক্ষকরা আনুষ্ঠানিক বিদায় নিতে পেরে পলাশ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষকরা তাদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।