নিউজ ডেস্ক-
শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮:
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
স্থানীয় সময় বিকালে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে জাতিসংঘ মহাসচিব এ কথা জানান।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক সাংবাদিকদের এ বিষয়ে জানান। ‘নির্বাচন বিষয়ে গুতেরেস আশা প্রকাশ করেন- বাংলাদেশের আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশকে খুব ভালোবাসেন বলেও জানান।
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘মিয়ানমার সরকারের যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের যথাযথ পুনর্বাসন শুরু করা উচিত।’