শেখ মানিক,শিবপুর, নরসিংদী প্রতিদিন, শনিবার ২৯ সেপ্টেম্বর ২০১৮: নরসিংদীর শিবপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নাজিম উদ্দিন (৩৫) কে আটক করেছে। নাজিম উদ্দিন শিবপুর উপজেলার পালপাড়া গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে।
২৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শিবপুর মডেল থানার এস.আই মনির হোসেন, এস. আই রফিক ও এ এস.আই হুমায়নের নেতৃত্বে উপজেলা পালপাড়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। এস.আই মনির হোসেন জানান নাজিম যাবজ্জীন সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন যাবৎ পালাতক ছিল আজ তাকে সুকৌশলে আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে নরসিংদী কোর্টে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আটকের সত্যতা স্বীকার করেন এবং তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি
জানান।