নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,রবিবার,৩০ সেপ্টেম্বর ২০১৮: সাতক্ষীরায় ট্রাক ভর্তি ফেনসিডিল পাচার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুরের মধুখালী থানার ভূষণদিয়া উত্তরপাড়া গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদ শেখের ছেলে শহীদুল ইসলাম ওরফে শহীদ ও কুষ্টিয়ার মজমপুর এলাকার বাবুআলীর ছেলে মেহেদী হাসান ওরফে হৃদয় ওরফে সুমন।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু বলেন, ‘২০০৬ সালের ১ নভেম্বর রাতে একটি মিনি ট্রাকে (যার নং- ড-১৪১৮৩৯) বিপুল পরিমাণ ফেনসিডিল পাচারের সময় সাতক্ষীরার আলিপুর নাথপাড়া থেকে ট্রাকসহ ওই ২ ব্যক্তিকে আটক করে র্যাব-৬।’
তিনি জানান, ‘এঘটনায় র্যাব-৬ এর ডিএডি রেজাউল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। ৬ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে তারা দোষী সাব্যস্ত হওয়ায় আজ আদালত এ রায় দেন এবং সাথে সাথে জব্দকৃত ট্রাকটি রাষ্ট্রপক্ষের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।’