এম,শরীফ হোসেন,নরসিংদী প্রতিদিন,রবিবার,৩০ সেপ্টেম্বর ২০১৮: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সমাজকল্যান বাজারে কাজী ফার্ম লিমিটেডের উদ্যোগে ব্রয়লার মুরগী খামারিদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩০ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত। কাজী ফার্ম কোঃ হতে আগত অফিসারগণ এ কর্মশালায় মৌখিক ও প্রজেক্টরের মাধ্যমে স্বচিত্র প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে অত্র এলাকাসহ আশপাশের সকল খামারী,ডিলার ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণকারীরা, ব্রয়লার মুরগী পালনে ব্যাবসায়িদের উৎসাহিত ও অভিজ্ঞ করার লক্ষ্যে এর সুবিধা, মুরগীর পালনের নিয়ম কানুন, চিকিৎসার নিয়মাবলী সহ প্রয়োজনীয় সকল বিষয়ে আলোকপাত করেন। সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এ প্রশিক্ষণ।
এ সময় উপস্থিত ছিলেন কাজী ফার্ম লিমিটেডের কাষ্টমার সার্ভিসের সিনিয়র ম্যানেজার সাইফুর রহমান একই বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ডাঃ আজহার উদ্দিন,এক্সিকিউটিভ সেলস মোঃ এনামুল হক, সমাজ কল্যান বাজারের ব্রয়লার মুরগী ডিলার মোশারফ হোসেন খান, নরসিংদী সদর থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন নাভু, কাঁঠালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়াসহ বিভিন্ন এলাকার খামারীগণ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে কাজী ফার্ম লিঃ এর অর্থায়নে নোটবুক, কলম, বিশুদ্ধ পানি, ট্রি শার্ট ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।