নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,সোমবার, ১ অক্টোবর ২০১৮: সারাদেশের ন্যায় নরসিংদীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহরের ব্রাহ্মন্দী সরকারী উ”চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হেলাল উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, ব্রাহ্মন্দী সরকারী উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাস, বিএমএ জেলা সভাপতি মোজাম্মেল হক সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম অপু সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে প্রধান অতিথি কয়েকজন শিক্ষার্থীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ান।