অনলাইন ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার, ১ অক্টোবর ২০১৮:
মরদেহের রঙিন ব্যাগগুলো পাশাপাশি পড়ে আছে মাত্র খোড়া গণকবরের পাশে। একটু পরই একে একে কবরগুলোতে রাখা হয় ৮৪০ জনের লাশ। চিরবিদায়।
সোমবার বার্তা সংস্থা এপির প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, ইন্দোনেশিয়ার ভূমিকম্প দূর্গত পালু শহরে এক সঙ্গে ৮৪০ জন কবর দিয়েছে স্থানীয়রা। এ সময় শোকের ভিন্ন এক আবহ তৈরি হয়। সবাই স্বজন হারিয়েছেন। স্বান্তনা দেয়ার নেই কেউ।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থা এক বিবৃতি বলে, ‘ধর্মীয় এবং অন্যান্য কারণে এদেরকে দ্রুত কবর দিতে হবে। তাই সবাইকে একসঙ্গে কবর দেয়া হয়েছে।’
গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৬.৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। ভূমিকম্পের পরপর সমুদ্র উপকূলীয় পালু শহরটিতে সুনামিও আঘাত হানে।
এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮৪০ হয়েছে। আহত হয়েছেন কয়েক শতাধিক। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।