নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,২ অক্টোবর ২০১৮:
নরসিংদীর শিবপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল মা ও শিশুর। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের লোকমান হোসেনের স্ত্রী নাসিমা বেগম (৩০) ও তাঁর ছেলে ইফাত মিয়া (০৭)।
এ ব্যাপারে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৃহবধূ নাসিমা বেগম তাঁর ৭ বছরের ছেলে ইফাতকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু ইফাতের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ নাসিমা বেগমকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত বাস ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।