লক্ষন বর্মন*
নরসিংদী প্রতিদিন,০৩ অক্টোবর ২০১৮:
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে নরসিংদী জেলা বিএনপি। আজ বুধবার দুপুরে শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার,সহ-সভাপতি মনজুর এলাহী,এড.আ: বাসেদ,সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু, প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার,জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি,শহর বিএনপির সহ-সভাপতি কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক ইলিডন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান মোল্লা,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসিরউদ্দিন,সহ বিএনপি নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল এর নিকট আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠ ও গ্রহনযোগ্য করার জন্য ৭ দফা দাবী বাস্তবায়নের লে স্মারকলিপি প্রদান করেন।
এসময় জেলা বিএনপির ডা: নাসিরউদ্দিন সরকার, আলমগীর হোসেন,হাজ্বী মাসুদ, মোশারফ হোসেন সজল, যুবদলের রফিকুল ইসলাম মৃধা, নুরুজ্জামান মোল্লা, ছাত্রদলের মেহেদী হাসান রিফাত, সুমন মুন্সি, আপেল মাহমুদ, শামীম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।