শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
সারাদেশের ন্যায় নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উপলক্ষে বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র্যালী জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমীতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। পরে অর্থ মন্ত্রনালয়ের সচিব মো. মফিজুল ইসলাম ও নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষনা করেন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিগণ। এসময় জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, সিভিল সার্জন হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।