নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,সোমবার,৮ অক্টোবর ২০১৮:
নরসিংদীতে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ সোমবার দুপরে জেলার সদর উপজেলার শালিধা গ্রাম থেকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রুপন কুমার সরকার তাকে আটক করে। আটককৃত আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার মৃত আলীম মোল্লার ছেলে।
এসআই রুপন কুমার সরকার জানান, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইয়াবা সরবরাহের গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।