নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার ১১ অক্টোবর ২০১৮: রাজশাহীর গোদাগাড়ীতে দুর্ঘটনার কবলে পড়েছে বেসরকারি একটি হেলিকপ্টার। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় হেলিকপ্টারে ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলী। দুর্ঘটনায় সবাই আঘাত পেয়েছেন।
ফরিদুর রেজা সাগর, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলীকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী বিমানবন্দরে নেওয়া হয়েছে। ঢাকায় নিয়ে তাদের চিকিৎসা দেওয়া হবে।
আনোয়ারা ফাহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘স্বর্ণ কিশোরী’ সংগঠনটির একটি অনুষ্ঠানে অংশ নিতেই ফরিদুর রেজা সাগর, ফারজানা ব্রাউনিয়া গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদুর রেজা সাগর ও ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জন গোদাগাড়ীতে একটি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে তারা ঢাকায় ফিরছিলেন। হেলিকপ্টারটি যাত্রী নিয়ে উড্ডয়নের পর নির্মাণাধীন একটি ভবনের পাশে আচড়ে পড়ে।
বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে হেলিকপ্টারের পাইলট সৈয়দ সাকের আলীর বরাত দিয়ে জানান ওসি।