নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,রবিবার,১৪ অক্টোবর ২০১৮:
আঙুলের চোটে এশিয়া কাপটা শেষ করা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মাঝপথেই তাকে ফিরতে হয়েছিল দেশে। দেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার আগে সাকিব-ভক্তদের সামনে এলো আরও বড় দুঃসংবাদ। জানানো হলো- সাকিব হয়তো খেলতে পারবেন, কিন্তু তার আঙুল আর কোনোদিনই স্বাভাবিক অবস্থায় ফিরবে না।
দেশসেরা এই অলরাউন্ডারকে নিয়ে বিসিবির ফিজিও ও কর্তৃপক্ষের ওপরও অভিযোগ তোলে টাইগারভক্তরা।
তবে অস্ট্রেলিয়া যাওয়ার আগে সাকিব শুধু একটি কথাই জানিয়ে গিয়েছিলেন। ‘দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত তো আল্লাহ্ আছেন।’
সেই সাকিবের সুস্থতার জন্যই এবার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মিলাদ মাফিলের আয়োজন করলো তার ভক্তরা।
আর ভক্তদের এমন কাণ্ডে অভিভূত খোদ সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।
স্বামীর জন্য দেশবাসীর এই মিলাদে কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন শিশির।
সাকিবের স্ত্রী লিখেন, ‘এটা বর্ণনা করার কোনো ভাষা আমার জানা নেই, এ মানুষগুলো একত্রিত হয়েছেন সাকিব আল হাসানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে। সাকিবের অন্ধভক্তদের এই আয়োজনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি। দেশের ১০টি মসজিদে এ আয়োজন করা হয়েছে।’
সাকিব সুস্থ হচ্ছেন জানিয়ে শিশির আরও লিখেন, ‘সকলের ভালোবাসা ও দোয়ার সঙ্গে তার ওপর আল্লাহর আর্শীবাদ রয়েছে। আলহামদুলিল্লাহ, সে সুস্থ হচ্ছে।’
উল্লেখ্য, গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাওয়া আঙুলের চোটের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে রবিবার দেশে ফিরেছেন সাকিব। ফিরেই ভক্তদের সুখবর দিয়েছেন। সাকিব জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যেই তিনি মাঠে নামতে পারবেন।