স্টাফ রিপোর্টার,নরসিংদী প্রতিদিন, সোমবার ১৫ অক্টোবর ২০১৮: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দল। আজ সোমবার বিকেলে শহরস্থ চিনিশপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসিরউদ্দিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সামস কেনেডির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কে যেতে চাইলে পুলিশ বাধা প্রদান করেন। পরে পুলিশী বাধায় জেলখানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসিরউদ্দিন,সাধারণ সম্পাদক শাহরিয়ার সামস কেনেডি,সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, এসময় জেলা,সকল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।