নরসিংদী প্রতিদিন: নরসিংদী-৪ আসনে (মনোহরদী-বেলাবো) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এএইচএম আসলাম সানি। তিনি বিকেএমইএর সাবেক সহসভাপতি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ছিলেন।
২০০১ সালে নরসিংদী-৪ আসনে বিএনপি ক্ষমতায় গেলে শতাধিক বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। সেই দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন আসলাম সানি।
এলাকার উন্নয়নের কাজে নিজস্ব তহবিল থেকে হাজী আরব আলী সরকারি বিদ্যালয়, দেনারচর মাধ্যমিক বিদ্যালয়, এএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের তহবিলে বিভিন্ন সময়ে তিনি অনুদান করে থাকেন। এএইচএম আসলাম সানি যুগান্তরকে জানান, নরসিংদী-৪ আসনের গণমানুষের প্রত্যাশায় মনোনয়ন আশা করছি।
তাছাড়া বিগত সময় এ আসনে তৃণমূল থেকে জনগণের সঙ্গে থেকে সব ধরনের কাজ করে আসছি। জননেত্রী শেখ হাসিনা যদি এ আসনে উন্নয়নের জন্য আমাকে মনোনয়ন দেন, তাহলে আধুনিক নগর প্রতিষ্ঠা করব।