খন্দকার শাহিন,নরসিংদী প্রতিদিন, মঙ্গলবার,১৬ অক্টোবর ২০১৮: নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচর দুইটি বাড়ি ঘিরে রেখেছে ঢাকার কাউটার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। সোমবার (১৫ অক্টোবর) রাত ৮টার থেকে সারারাত বাড়ি দুইটি ঘেরাও করে রাখে। কাউটার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও পুলিশ সদর দফতর এই যৌথ অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে সকাল সোয়া ৬টায় সোয়াত পৌচেছে এম্বুলেন্স,ফায়ার সার্ভিসসহ
সবধরনের প্রস্তুতি প্রায় শেষ, যে কোন সময় অপারেশন হতে পারে। নরসিংদী পুলিশেন পক্ষ থেকে জানানাে হয়েছে।
আস্তানা দুইটির মধ্যে একটি হলাে মাধবদীর গাংপাড় এলাকার ৭ তলা একটি ভবনের সপ্তম তলা। এই ভবনর ৭ম তলায় অন্তত দুই জন নারী ও একজন পুরুষ রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এছাড়া আর শেখেরচরের ভগীরথপুর মাজার বাসস্টান্ডের চেয়ারম্যান রােডের একটি পাঁচতলা বাড়ি ঘিরে রাখা হয়। নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, অভিযান সম্পূর্নভাবেই কাউটার টেরোরিজম ইউনিট পরিচালনা করবে। সারারাত পুলিশ জেএমবির আস্তানা দুইটি ঘেরাও করে রাখে।
রাতে সিটিটিসির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবদুল মান্নান বলেন, ‘আমরা জেএমবির আস্তানা দুইটি ঘেরাও করে রেখেছি। অপারেশনের প্রস্তুতি চলছে। রাত পোহালে অপারেশন পরিচালনা করা হবে। ’অভিযানের জন্য সিটিটিসির সোয়াট টিমকে ডাকা হয়।