খন্দকার শাহিন: নরসিংদীর মাধবদীতে প্রতি বছরের ন্যায় এবারো জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ফয়সাল কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮। সবুজ বাংলা বন্ধু মহল এর আয়োজনে আলগী খোঁচপাড়া এলাকার মাঠে দেশ-বিদেশের খেলোয়াড়দের নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ষোল টিমের প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বের খেলায় অংশ নেয় আলগী মনোহরপুর একাদশ বনাম রূপালী ডাংই লি: একাদশ। তাতে রূপালী ডাংই একাদশকে এক শূণ্য গোলে পরাজিত করে ট্রফি জিতে নেন আলগী মনোহরপুর একাদশ।
শুক্রবার(১৯ অক্টোবর) বিকালে আলগী খোঁচপাড়া তন্তুবায় সমবায় সমিতির চেয়ারম্যান ফয়সাল বিন ইসলাম এর সঞ্চালনায় এ টুর্ণামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ামিন হোম টেক্স এন্ড ফয়সাল ফেব্রিক্স এর ব্যবস্থাপনা পরিচালক হাজী নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী খাদেমুল ইসলাম ফয়সাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল্লাহ মোল্লা।
প্রধান অতিথি বলেন, গ্রামের মাটিতে বিদেশী খেলোয়াড়দের নিয়ে এ টুর্নামেন্টর আয়োজন প্রতিবছরই করে থাকে সবুজ বাংলা বন্ধু মহল। তিনি এ আয়োজনের ভূঁয়সী প্রশংসা করেন। মাদক মুক্ত সমাজ গড়তে হলে যুবসমাজকে সামাজিক কাজ ও খেলাধূলায় ব্যস্ত রাখতে হবে। প্রধান অতিথি বিজয়ী দলের কোচ আব্দুল্লাহ আল-মামুন, টিম ম্যানেজার কাজী জহির ও অধিনায়ক আলী আশরাফেরে হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের অধিনায়ক শেখ সাদী হাতে তুলে দেন রানার আপ ট্রফি। খেলায় সেরা খেলোয়াড় মনোনীত হয় রূপালী ডাংই লি: একাদশ এর গোল রক্ষক শামিম মিয়া। খেলা পরিচালনায় ছিলেন মো: আরিফ হোসেন।