লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন, মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮: নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে হাড়িদোয়া নদী থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে স্থানীয়রা নদীর পাড়ের ক্ষেতে কাজ করতে গেলে নদী পাড়ের কচুরি পানার মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নরসিংদী সদর মডেল থানার পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
নরসিংদী সদর মডেল থানার (ওসি তদন্ত) মোঃ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গুম করার উদ্দ্যেশে চিনিশপুর কালীবাড়ী পিছনে হাড়িদোয়া নদীতে লাশ ফেলে গেছে।
তিনি আরও জানান, অজ্ঞাত যুবতীর পড়নে সাদা সালোয়ার কামিজ পড়া ছিল। তরুণীর পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য কাজ শুরু করেছে পুলিশ।