আন্তর্জাতিক ডেস্ক,নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮:
তুরস্কের আকাশ প্রতিরক্ষায় বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ স্থাপনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশটি। আগামী বছরের অক্টোবর থেকে রাশিয়ার তৈরি এই ‘এস-৪০০’ প্রযুক্তি তুরস্কের আকাশে প্রতিরক্ষার কাজ করবে। তুর্কি প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী হুলুসি আকর আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এই প্রযুক্তি ব্যবহারের কৌশল শেখানোর জন্য রাশিয়া থেকে একটি প্রতিনিধিদল শিগগিরই তুরস্কে পাঠানো হবে বলেও জানান তিনি।