1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নারী পুলিশ ছাড়া নারীদের তল্লাশি: কেন ভিডিও করছে পুলিশ?

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ১৯০ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার,২৫ অক্টোবর ২০১৮:
সাম্প্রতিক একাধিক ঘটনায় দেখা গেছে, নারী পুলিশের অনুপস্থিতিতেই নিরাপত্তা চৌকিতে নারীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে পুরুষ পুলিশরা। আবার পুলিশি অভিযানের সময় ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রকাশ করছে পুলিশ। পুলিশের এ ধরনের আচরণ আইনসম্মত কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে।

সর্বশেষ রাজধানীতে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে তল্লাশি চালানোর সময় এক নারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানে কোনও মহিলা পুলিশ ছিলেন না। কিন্তু ওই তল্লাশির ভিডিও ধারণ করে পরে তা সোস্যাল মিডিয়ায় ছেড়ে দেয়া হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এর পর তোপের মুখে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে ও তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশের আইনজীবীরা বলছেন, কোনও নারীকে তল্লাশি করতে হলে অবশ্যই সেখানে নারী পুলিশ থাকতে হবে। কিন্তু কোনও পুরুষ পুলিশ কোনও নারীকে তল্লাশি করে সেই ভিডিও প্রকাশ করলে তা আইনগতভাবে অপরাধ।

রাজধানীর ওই নিরাপত্তা চৌকিতে এক নারীর সঙ্গে ঘটে যাওয়া এমনই ঘটনাকে পুলিশের অপরাধ হিসেবে দেখছেন আইনজীবীরা।

ওই নারীকে তল্লাশির ঘটনায় তানজীব উল আলম নামে একজন আইনজীবী গণমাধ্যমকে বলেন, ‘ওই নারীর সাথে তিনটি অন্যায় করেছে পুলিশ। কোনও নারী পুলিশ সদস্য ছাড়া তাকে তল্লাশি করা, তল্লাশির সময় ঘটনার ভিডিও করা এবং ওই ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রকাশ করা।’

এ ধরনের ঘটনাকে নাগরিকদের ওপর হয়রানিমূলক উল্লেখ করে এর পুরো দায় পুলিশ বাহিনীর ওপরই বর্তায় বলে মনে করেন তিনি।

সম্প্রতি বেশ কিছু ঘটনায় পুলিশ ভিডিও ধারণ করে সেই ভিডিও প্রকাশ করার পর প্রশ্ন উঠেছে- কেন তদন্ত বা জিজ্ঞাসাবাদের সময় পুলিশ এসব ঘটনার ভিডিও করছে?

বিশেষ অভিযানের ক্ষেত্রে প্রমাণ হিসেবে পুলিশ এসব ঘটনার ভিডিও করে থাকে বলে দাবি করেছেন পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত মহাপরিচালক সোহেল রানা।

যদিও আইনজীবীদের ভাষ্য, বিশেষ ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে প্রমাণের স্বার্থে পুলিশ ভিডিও করলেও সেটি প্রকাশ করার এখতিয়ার পুলিশের নেই। যেটি সম্পূর্ণ বেআইনি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD